বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠান চীনের বাজারকে ভালো চোখে দেখছে: মাও নিং
2024-03-04 17:01:41

মার্চ ৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আমেরিকান চেম্বার অফ কমার্সের চীন সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, ‘আমরা খেয়াল করেছি যে, সাম্প্রতিককালে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানসহ অনেক বিদেশি পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠান চীনের বাজারের উন্নয়নকে ভালো চোখে দেখছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২৩ সালে চীনে বিদেশি পুঁজি বিনিয়োগের পরিমাণ ১.১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে এবং এটি বিশ্বে সর্বোচ্চ।’

চলতি বছরের জানুয়ারি মাসে ৪ হাজার ৫৮৮টি বিদেশি পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠান চীনে তাদের কোম্পানি স্থাপন করেছে উল্লেখ করে মুখপাত্র জানান, এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৪.৪ শতাংশ বেশি। উচ্চ প্রযুক্তির নির্মাণ শিল্পে বিদেশি পুঁজি বিনিয়োগের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৪০.৬ শতাংশ বেড়েছে। অধিক থেকে অধিকতর আন্তঃদেশীয় শিল্পপ্রতিষ্ঠান চীনে গবেষণার কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। চীন উচ্চ মানের বৈদেশিক উন্মুক্ততা বজায় রাখবে এবং প্রথম শ্রেণীর আন্তর্জাতিক ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে বলেও মুখপাত্র উল্লেখ করেন।

লিলি/হাশিম।