ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা দেখে মুগ্ধ মার্কিন সাংবাদিক
2024-03-04 18:30:22

মার্চ ০৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে প্রযুক্তির ব্যবহার ও ‘মোবাইল ক্যাশলেস পেমেন্ট’ অ্যাপ দেখে মুগ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের রিপোর্টার শন ক্যালেব। তিনি বেইজিংয়ে আসন্ন ‘টু সেশন’ কভার করতে এসে প্রথমবারের মতো ‘মোবাইল ক্যাশলেস পেমেন্ট’ অ্যাপ ব্যবহার করেছেন।

এর আগে ২০১৯ সালে চীন সফর করেন এই মার্কিন সাংবাদিক। তিনি জানান, সেই সময়ের তুলনায় বর্তমান চীনের উল্লেখযোগ্য পরিবর্তন হলো ক্যাশলেস সমাজের দিকে ঝুঁকে পড়া।

চীন সফরে এসে তিনি মোবাইল পেমেন্ট অ্যাপের সহজতা ও সুবিধা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন। এরপর তিনি একটি রেস্তোরায় যান।

তিনি বলেন, “আমি আমার আইফোন ব্যবহার করে খাবার অর্ডার এবং পেমেন্ট করার জন্য এই ছোট জিনিসটি (কিউআর কোড) ব্যবহার করেছি। বলতে পারেন আমি আমার ক্রেডিট কার্ডটি ফোনের ভেতরে রাখতে সক্ষম হয়েছি। একটি ক্যাশলেস সমাজ কেমন হয় সেটা আপনাদের দেখালাম।”

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি