নাচে গানে কাননাংসিয়াং উৎসব পালন
2024-03-04 18:25:00

মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ৫৬ জাতিগোষ্ঠীর অন্যতম মিয়া্র জাতির রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি।  কুইচোও প্রদেশের ছিয়নতোংনান মিয়াও এবং তোং জাতির স্বায়ত্তশাসিত প্রিফেকচারের খাইলি সিটিতে সম্প্রতি উদযাপিত হয়েছে মিয়াও জাতির ঐতিহ্যবাহী কাননাংসিয়াং উৎসব।

সম্প্রতি এই উৎসবে মিয়াও নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেন এবং লুশেং নামের একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে নৃত্যগীত পরিবেশন করেন।

এই উৎসব কুইচোও প্রদেশের একটি বিখ্যাত উৎসব যা সময়ের সঙ্গে সঙ্গে আরও আকর্ষণীয় হচ্ছে। এই উৎসব উপলক্ষে স্থানীয় সাংস্কৃতিক পর্যটনও চাঙা হয়েছে।

শান্তা/ ফয়সল