ইরানের সঙ্গে সম্পর্ক উন্নত করবে আলজেরিয়ার প্রেসিডেন্ট
2024-03-04 11:18:36

মার্চ ৪: গতকাল (রোববার) আলজিয়ার্সে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দাল মাজিদ তাবুন বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করবে তাঁর দেশ।

এদিন জ্বালানি সম্পদ, পর্যটন, তথ্য ও ক্রীড়াসহ ইরানের সঙ্গে বহু সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে আলজেরিয়া। আলজেরিয়া সফররত ইরানি প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংয়ে তাবুন বলেন, আলজেরিয়া ও ইরানের সম্পর্ক আন্তরিক মৈত্রী ও ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে স্থাপন করা হয়েছে, ভবিষ্যতে এ সম্পর্ক আরো উন্নত হবে বলে উল্লেখ করেন তিনি। ফিলিস্তিন ইস্যুতে ইরানি নেতাদের সমর্থনের প্রশংসা করেন তাবুন।

 

রাইসি বলেন, ইরান ও আলজেরিয়ার সঙ্গে সম্পর্ক সুসংবদ্ধ, যুবকদের বিনিময়ে দু’দেশের অর্থনৈতিক আদান-প্রদান আরো বাড়ানো উচিত। ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধ দু’দেশ সহ্য করবে না বলেও উল্লেখ করেন তারা।

(সুবর্ণা/তৌহিদ/লাবণ্য)