চীনের দুই অধিবেশন থেকে লাভবান হতে পারে বাংলাদেশ—মসয়ূদ মান্নান, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক
2024-03-04 18:33:04

ঢাকা, মার্চ ৪, সিএমজি বাংলা: চীনের দুই অধিবেশন থেকে বাংলাদেশ যদি যথাযোগ্যভাবে লাভবান হতে চায় তাহলে তাকে চীনের ঘোষিত সুযোগগুলো পূর্ণভাবে কাজে লাগাতে হবে।  বাংলাদেশের বিশিষ্ট কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত এবং এফবিসিসিআই এর উপদেষ্টা মসয়ূদ মান্নান সিএমজি বাংলার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কে সবচেয়ে বড় কথা হলো, বন্ধুত্ব, বন্ধুত্ব এবং বন্ধুত্ব।’ চীন বাংলাদেশের অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধু এ কথা উল্লেখ করে তিনি বলেন প্রয়োজন চীন বিষয়ে আরও পড়াশোনা করা, চীনকে জানা, চীনের ভাষা ভালোভাবে শিক্ষা করা। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো পর্যায়ে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, চীনের সঙ্গে এই বন্ধুত্ব থেকে বাংলাদেশ আরও বেশি লাভবান হতে পারে। তবে সেজন্য চীনের সংস্কৃতি বিষয়েও বাংলাদেশের কূটনীতিকদের ভালোভাবে বুঝতে হবে। কারণ গতানুগতিক পদ্ধতিতে এবং শুধুমাত্র ইংরেজি অনুবাদের মাধ্যমে জানলে চীনের গুরুত্বপূর্ণ দুই অধিবেশনের খুঁটিনাটি বিষয়ে জানা যাবে না। চীনের দুই অধিবেশনে গৃহীত নীতিমালার ভিত্তিতেই চীন তার জাতীয় ও আন্তর্জাতিক নীতি ও পরিকল্পনা এবং কার্যপ্রণালী পরিচালনা করে। তাই এ্ সম্পর্কে জানতে পারলে চীনের গৃহিত বিদেশ বিষয়ক সুবিধা থেকে বাংলাদেশ উপকৃত হবে।

এফবিসিসিআই এর উপদেষ্টা হিসেবে মসয়ূদ মান্নান মনে করেন চীন ইতোমধ্যেই ব্যবসা ক্ষেত্রে বাংলাদেশকে যে সুবিধাগুলো দিয়েছে তাকে কাজে লাগাতে হবে। অপ্রচলিত পণ্য রপ্তাানির প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশ চীনে আম রপ্তানির উদ্যোগ নিয়েছে যা অত্যন্ত ইতিবাচক বলে তিনি মনে করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে এ ধরনের অপ্রচলিত পণ্য রপ্তানির গুরুত্ব তুলে ধরেন তিনি।

মসয়ূদ মান্নান মনে করেন চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে আরও বেশি উন্নয়ন অর্জন করতে পারবে বাংলাদেশ।

শান্তা/ফয়সল

ছবি: সিএমজি বাংলা