এনপিসি’র সংবাদ সম্মেলন: যুক্তরাষ্ট্র নিজের প্রতিশ্রুতি মেনে দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করবে বলে আশাবাদ
2024-03-04 16:08:55

মার্চ ৪: চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেস বা এনপিসি’র দ্বিতীয় অধিবেশনের সংবাদ সম্মেলন আজ (সোমবার) বেইজিংয়ে মহাগণভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে মুখপাত্র লৌ ছিন চিয়েন অধিবেশনের আলোচ্যসূচি এবং এনপিসি’র সংশ্লিষ্ট কাজ নিয়ে দেশি-বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীলতা হলো সবার অভিন্ন আশা-আকাঙ্ক্ষা। চীনের অবস্থান বরাবরের মতো একই রকম, তা হলো প্রেসিডেন্ট সি’র উত্থাপিত পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহযোগিতার মাধ্যমে অভিন্ন কল্যাণের ভিত্তিতে দেশ দু’টির সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা, সুষম ও টেকসই উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া।

মুখপাত্র বলেন, ‘আমরা যা বলি, সে অনুযায়ী কাজ করি। আশা করা যায়, যুক্তরাষ্ট্র নিজের প্রতিশ্রুতি পালন করে সান ফ্রান্সিস্কোতে দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করবে।’

লৌ ছিন চিয়েন বলেন, বিগত কয়েক বছরে নানা প্রতিবন্ধকতা দেখা দিলেও চীন ও যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নকারী সংস্থাগুলো নানা উপায়ে যোগাযোগ বজায় রেখে আসছে। চলতি বছর দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকীতে দু’দেশের আইন প্রণয়নকারী সংস্থাগুলোর যোগাযোগ, সংলাপ ও বিনিময় জোরদার করা এবং পারস্পরিক সমঝোতা বাড়ানো উচিৎ, যাতে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীল উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করা যাবে বলে মুখপাত্র আশা প্রকাশ করেন। লিলি/হাশিম