‘তরুণরা বাংলাদেশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ’
2024-03-03 17:24:43

মার্চ ০৩, ঢাকা: তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাতা। তারা বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও ভবিষ্যৎ। এমনটা বলেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হুয়াওয়েই বাংলাদেশ একাডেমিতে (এইচবিএ) আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার-২০২৪’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন ইয়াও ওয়েন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান।

চীনা রাষ্ট্রদূত বলেন, “সিডস ফর দ্য ফিউচার হুয়াওয়ের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এর লক্ষ্য হলো সামাজিক দায়বদ্ধতাকে ভালভাবে পূরণ করার পাশাপাশি বাংলাদেশের আইসিটি সেক্টরে তরুণদেরকে প্রশিক্ষিত করা। আমি আন্তরিকভাবে আশা করি, এই প্রোগ্রামের শিক্ষার্থীরা হুয়াওয়ের এই জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মকে সম্পূর্ণভাবে ব্যবহার করবে, অনেকের সঙ্গে সম্পৃক্ত হয়ে জ্ঞান বিনিময় করবে ও দেশকে সেবার জন্য নিজেদের দক্ষ করবে। বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব আরও মজবুত করতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “আমি তরুণ মুখগুলো দেখতে পাচ্ছি। আমি তাদের চোখে বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আপনারা সবাই বাংলাদেশের আইসিটি সেক্টরের ভবিষ্যৎ সিডস।”

ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশে প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে এবং ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। গত কয়েক বছরে চীন-বাংলাদেশ সহযোগিতা প্রকল্পের আওতায় প্রায় ৫ হাজার বাংলাদেশি চীনে শিক্ষা ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। চীন বাংলাদেশকে সব সময় সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

বাংলাদেশে ১১তম বারের মতো এমন একটি প্রোগ্রাম আয়োজন করছে হুয়াওয়েই। এ প্রতিযোগিতায় ছয় বিজয়ীকে চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন শহরে হুয়াওয়েই সদর দপ্তর পরিদর্শন ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

শুভ/নাহার/ফয়সল