চীনা অর্থনীতির প্রশংসায় আইএমএফ
2024-03-03 14:22:55

মার্চ ০৩, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর নির্বাহী বোর্ড জানিয়েছে, কোভিড-পরবর্তী সময়ে ৫ শতাংশ জিডিপি লক্ষ্যমাত্রা অর্জনের মধ্য দিয়ে ২০২৩ সালে চীনের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।

চীনা অর্থনীতি নিয়ে বার্ষিক আর্টিকেল-ফোর পর্যালোচনা শেষে সাম্প্রতিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে আইএমএফ।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি অনুসারে, চীনের এ পুনরুদ্ধারের নেপথ্যে ছিল অভ্যন্তরীণ কেনাকাটা বৃদ্ধি, আর্থিক নীতির শিথিলকরণ এবং যাবতীয় সহায়ক সামষ্টিক অর্থনৈতিক নীতি।

বিবৃতিতে বলা হয়েছে, চীনে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম কমার কারণে ২০২৩ সালে মূল্যস্ফীতিও কমেছে। তবে চলতি বছর মূল্যস্ফীতির পরিমাণ ধীরে ধীরে ১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলেও জানিয়েছে আইএমএফ।

আইএমএফ আরও বলছে, চীনের সম্পত্তি খাতের পুনর্গঠনে দ্রুত নিষ্পত্তিমূলক নীতি গ্রহণের ফলে দেশটির অর্থনীতিতে আস্থা বাড়বে, যার মাধ্যমে ব্যক্তিগত বিনিয়োগে আসতে পারে প্রত্যাশিত পরিবর্তন।

এই প্রতিবেদন তৈরির জন্য আইএমএফ-এর একটি প্রতিনিধি দল গতবছর ২৬ অক্টোবর থেকে ৭ নভেম্বর চীন সফর করেছিলেন।

দলটি চীনের অর্থনৈতিক সম্ভাবনা ও ঝুঁকি, সংস্কার অগ্রগতি, চ্যালেঞ্জ ও নীতিগত বিষয়ে মতবিনিময় করতে চীন সরকার এবং পিপলস ব্যাংক অফ চায়নার জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাতের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গেও আলোচনা করেছিলেন।

 

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন