উচ্চপর্যায়ের অর্থনৈতিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে চীন ও তাজিকিস্তান
2024-03-03 14:21:12

মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও তাজিকিস্তানের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসার লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে সক্রিয়ভাবে ব্যাপক এবং পারস্পরিকভাবে উপকারী অর্থনৈতিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে দুই দেশ। এমন মন্তব্য করেছেন রুশ ও তাজিক বিশেষজ্ঞরা। সম্প্রতি চীনা গণমাধ্যমকে তারা এ কথা বলেন।

 তাজিকিস্তানে একটি কৃষি ও টেক্সটাইল শিল্পপার্ক হয়েছে একটি চীনা কোম্পানির বিনিয়োগে। যা একটি উল্লেখযোগ্য প্রকল্প। এটি টেক্সটাইল শিল্পে একটি নেতৃস্থানীয় শক্তি হয়ে উঠেছে। উদ্যানটি সফলভাবে একটি সম্পূর্ণ শিল্প চেইনও স্থাপন করেছে। বীজ তৈরি থেকে শুরু করে পোশাক উৎপাদন; সব ব্যবস্থা রয়েছে এতে।

 টেক্সটাইল শিল্পকে প্রতিশ্রুতিশীল শিল্পগুলোর একটি বলে মন্তব্য করেন দুশানবের মস্কো স্টেট ইউনিভার্সিটি লোমোনোসভের নির্বাহী পরিচালক রুস্তম গনিয়েভ। এসময় তিনি বলেন, উচ্চপ্রযুক্তির ক্ষেত্রে চীন ও তাজিকিস্তান পারস্পরিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়েছে। এই সহযোগিতার একটি প্রধান উদাহরণ হলো দুশানবে দুই নম্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, যা দুই দেশের ব্যাপক অংশীদারিত্বের প্রতীক।

 স্থানীয়রা জানান, সাম্প্রতিক বছরগুলোতে তাজিকিস্তানে ই-কমার্স উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য উপাত্ত বলছে, গত ১৫ বছরে, তাজিকিস্তানে চীনের বিনিয়োগ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে রয়েছে টেলিযোগাযোগ, নির্মাণ, আর্থিক পরিষেবা, ভূতাত্ত্বিক এবং খনির অনুসন্ধান। সেইসঙ্গে আছে শিল্প ও প্রযুক্তিগত সরঞ্জাম ইনস্টলেশনও। আগামী বছরগুলোতে দ্বিপক্ষীয় এ বাণিজ্যের পরিমাণ ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি