শুরু হলো ‘সিডস ফর দ্য ফিউচার-২০২৪’ প্রতিযোগিতা
2024-03-03 17:27:44


মার্চ ০২, ঢাকা: মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াতে আবারও ‘সিডস ফর দ্য ফিউচার-২০২৪’ প্রতিযোগিতার আয়োজন করছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েই।

শনিবার রাজধানীর গুলশানে হুয়াওয়েই বাংলাদেশ একাডেমিতে (এইচবিএ) আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বাংলাদেশে ১১তম বারের মতো বিশ্বব্যাপী স্বীকৃত ফ্ল্যাগশিপ এ প্রোগ্রাম আয়োজন করছে প্রতিষ্ঠানটি। তথ্যপ্রযুক্তিবিষয়ক এ প্রতিযোগিতায় বিজয়ী সেরা ছয় বিজয়ী চীনে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে হালনাগাদ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। শুধু তা–ই নয়, সেরা তিন শিক্ষার্থী পাবেন ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টওয়াচ পুরস্কার।

এর আগে হুয়াওয়েই বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিডিও চিত্র তুলে ধরা হয়। এরপর পূর্বের বিজয়ী শিক্ষার্থীরা তাদের চীন সফরের বিভিন্ন অভিজ্ঞতা উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন।

প্রতিযোগীদের প্রোফাইলের ওপর নির্ভর করে ২০ জন শিক্ষার্থীকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। আইসিটির (তথ্য প্রযুক্তি) শক্তি কাজে লাগিয়ে সমাজের বৃহত্তর উন্নয়ন কীভাবে নিশ্চিত করা যাবে, সে বিষয়ে প্রতিযোগীরা প্রজেক্ট প্রেজেন্টেশন ও সাক্ষাৎকার দেন। কনসেপ্ট ও উপস্থাপনার দক্ষতা বিবেচনায় নিয়ে ছয়জন শিক্ষার্থীকে বাছাই করবে হুয়াওয়েই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইয়াফেস ওসমান উপস্থিত প্রতিযোগিদের উদ্দেশ্যে বলেন, “প্রযুক্তি জ্ঞান ছাড়া কেউ এগিয়ে যেতে পারবে না। পুরো পৃথিবীর কোথায় কী হচ্ছে সেটা জানতে হবে নয়তো তোমরা পিছিয়ে পড়বে।"

তিনি আরও বলেন, ‘হুয়াওয়েই ও চীন আমাদের প্রযুক্তি ক্ষেত্রে সাহায্য করছে। বর্তমান বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর হয়ে সামনের দিকে এগুতে সাহায্য করছে। এমন বন্ধু থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। ভবিষ্যতে কোনও সহায়তা করলে আমরা সেটি গ্রহণ করবো।’

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘আমি দ্বিতীয়বারের মতো এ প্রোগ্রামে এসেছি। বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব আরও মজবুত করতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশর তরুণরা প্রযুক্তি জ্ঞানে আরও এগিয়ে যাবে। আপনারা সিডস, বাংলাদেশকে প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার ভবিষ্যত সিডস।’

এসময় ইয়াও ওয়েন প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বেরও প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, হুয়াওয়েই দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাহী প্যানচুনফেং এবং হুয়াওয়েইর অন্যান্য শীর্ষ কর্মকর্তা।

তথ্য প্রযুক্তিবিষয়ক এ প্রতিযোগিতায় বিজয়ী সেরা ছয় বিজয়ী চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন শহরে অবস্থিত হুয়াওয়েই সদর দপ্তর পরিদর্শন ও হালনাগাদ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। শুধু তা–ই নয়, সেরা তিন শিক্ষার্থী পাবেন ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টওয়াচ পুরস্কার।

সিডস ফর দ্য ফিউচার’-এর অন্যতম লক্ষ্য হলো তরুণদের ক্ষমতায়ন করা যাতে তারা ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব নিতে পারে।

দীর্ঘ ১৫ বছর ধরে ডিজিটাল সেক্টরের জন্য প্রতিভা তৈরি করে আসছে ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রাম। বিশ্বব্যাপী ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থী এই উদ্যোগ থেকে উপকৃত হয়েছে। বাংলাদেশে হুয়াওয়েই একটি শক্তিশালী আইসিটি ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করছে এবং এই প্রোগ্রামটি শিক্ষার্থীদের এর অংশ হতে সহায়তা করবে। হুয়াওয়েইর এই ধরনের উদ্যোগগুলো দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবে। পাশাপাশি তরুণরা তাদের দক্ষতা বাড়াতে এবং বাংলাদেশকে নতুন ডিজিটাল রূপান্তর যুগের দিকে নিয়ে যেতে সঠিক সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শুভ/রহমান/ফয়সল