নবজাতকদের চিকিৎসা বীমার আওতা বাড়াচ্ছে চীন
2024-03-03 16:11:58

মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: শিশুর অধিকার এবং স্বাস্থ্য সুরক্ষায় মৌলিক চিকিৎসা বীমা সুরক্ষা আরও সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে চীন। জাতীয় স্বাস্থ্যসেবা নিরাপত্তা প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রজ্ঞাপনে উঠে এসেছে এ তথ্য।

প্রজ্ঞাপন অনুসারে, চলতি বছরের শেষ নাগাদ ৮০ শতাংশের বেশি নবজাতককে জাতীয় মৌলিক চিকিৎসা বীমার আওতায় আনা হবে। এ ছাড়া চিকিৎসার মান উন্নত, বিভাগগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান বাড়ানো এবং নবজাতকদের জাতীয় বীমা প্রকল্পে অন্তর্ভুক্ত করার পদ্ধতিগুলো আরও সহজ করতে বিভিন্ন ব্যবস্থাও নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, শিশুরা জন্মের ৯০ দিনের মধ্যে জাতীয় চিকিৎসা বীমার আওতায় আসবে এবং এই সময়ের মধ্যে সকল চিকিৎসা খরচ সুবিধা ভোগ করবে।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিজিটিএন