ইউয়ানসহ পাঁচ মুদ্রায় অফশোর ব্যাংকিং চালু হবে বাংলাদেশে
2024-03-03 16:15:26

মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল ২০২৪ উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইনে যে পাঁচটি মুদ্রা দিয়ে অফশোর ব্যাংকিং করার কথা বলা হয়েছে সে তালিকায় আছে চীনা ইউয়ান।

শনিবার সংসদে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

অফশোর ব্যাংকিং করতে হলে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সের প্রয়োজন হবে। যারা ইতিমধ্যে লাইসেন্স পেয়েছেন তাদের আর নতুন করে লাইসেন্স নিতে হবে না।

অফশোর ব্যাংকিংয়ে ইউয়ানের পাশাপাশি বাকি মুদ্রাগুলো হলো ডলার, ইয়েন, পাউন্ড ও ইউরো।

এখন যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থায় যারা অর্থ জমা করেন, তাদের দেশ থেকে টাকা পাঠানোর অনুমতি প্রয়োজন। কিন্তু অফশোর ব্যাংকিং-এর ক্ষেত্রে তারা কোনো অনুমতি ছাড়াই দেশে টাকা পাঠাতে পারবেন।

বিলে প্রস্তাব করা হয়েছে, অফশোর ব্যাংকিং ব্যবসায় আমানতকারী বা বিদেশি ঋণদাতাদের অ্যাকাউন্ট এবং সুদ বা মুনাফা প্রত্যক্ষ ও পরোক্ষ যেকোনো শুল্ক ও কর থেকে অব্যাহতি পাবে।

- রাসেল/ ফয়সল