চীনে আসছে পরিযায়ী পাখির ঝাঁক
2024-03-03 14:26:41

মার্চ ০৩, সিএমজি বাংলা ডেস্ক: তাপমাত্রা বৃদ্ধি সাথে সাথে উত্তর চীনের বিভিন্ন জলাভূমিতে ফিরতে আসতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। শানসি প্রদেশের চুওচাং নদীতে নানা জাতের বক ও নীলশির পাখিসহ প্রচুর পরিযায়ী পাখি চরতে দেখা যাচ্ছে এখন। বসন্তের সময় পূর্বাঞ্চলীয় হাঁসগুলোও উড়ে আসছে উত্তর চীনে।

চীনে পরিবেশ ও প্রকৃতির ব্যাপক উন্নয়নের কারণেই একসময়কার প্রাণহীন নদীতীরগুলো এখন পাখির কলকাকলীতে মুখর। গত বছর চুওচাং নদীতেই রেকর্ড করা হয়েছিল প্রায় ১০০ প্রজাতির অতিথি পাখি।

চীনের উত্তরে ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের জলাভূমিগুলোতেও এখন নিয়মিত দেখা যায় ১০ প্রজাতির পরিযায়ী পাখি। বরফ গলে তাপমাত্রা যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন উত্তর-পশ্চিমের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের তারিম নদীতে দক্ষিণ থেকে উড়ে আসে রাজহাঁস, চখাচখি ও পানকৌড়ির ঝাঁক।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি