ভিসাছাড়ের প্রথম দফায় থাইল্যান্ড গেলেন ১৮ হাজার চীনা
2024-03-03 14:25:32

মার্চ ০৩, সিএমজি বাংলা ডেস্ক: চীন-থাইল্যান্ড পারস্পরিক ভিসাছাড় চুক্তি কার্যকরের প্রথম দিন শুক্রবার মোট ১৮ হাজার ২৫৮ জন চীনা নাগরিক থাইল্যান্ডে ভ্রমণ করেন। চীনের জাতীয় অভিবাসন প্রশাসন জানায় এ তথ্য। একই দিনে, চীনে আসেন ৩৮৩৭ জন থাই নাগরিক।

চুক্তি অনুযায়ী সরকারি ও সাধারণ পাসপোর্টধারী চীনা এবং সাধারণ পাসপোর্টধারী থাই নাগরিকরা একে অন্যের দেশে ভিসা ছাড়া ৩০ দিন পর্যন্ত প্রবেশ ও থাকার অনুমতি পাবেন। তবে ভিসা ছাড়া প্রতি ৬ মাসে ৯০ দিনের বেশি কেউ থাকতে পারবেন না।

শুক্রবার, ব্যাংকক থেকে একটি ফ্লাইট দেড়শ থাই যাত্রী নিয়ে পূর্ব চীনের শানতোং প্রদেশের ছিংতাও চিয়াওতোং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

শনিবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচো বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে চীন ও থাইল্যান্ডের যাত্রীদের একটি জোয়ার বয়ে গেছে। ওই দিন দুই দেশের মধ্যে ২৭ টি ফ্লাইটে ভিসাছাড়ের সুবিধা নিয়েছে প্রায় পাঁচ হাজার যাত্রী।

অন্যদিকে, শুক্রবার, দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে চীন ও থাইল্যান্ড থেকে আসা-যাওয়া করেছে ১৫টি ফ্লাইট। এতে ভিসাছাড়ের সুবিধা নিয়েছেন প্রায় আড়াই হাজার যাত্রী।

 -ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি