চীন-ভিয়েতনামের বাণিজ্যিক প্রসারে আন্তঃসীমান্ত মালবাহী ট্রেন চালু
2024-03-03 14:20:04

 মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম দুই মাসে চীন ও ভিয়েতনামের মধ্যে ২৫টি আন্তঃসীমান্ত মালবাহী ট্রেন চালু হয়েছে। যার ফলে ছয়শ’টি কনটেইনার পরিবহনের মাধ্যমে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারিত হয়েছে। সম্প্রতি চায়না রেলওয়ে ন্যানিং গ্রুপ কোং লিমিটেড এ তথ্য জানিয়েছে।

কোম্পানি বলছে, দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত মালবাহী ট্রেনের সংখ্যা গেল বছরের একই সময়ের তুলনায় ৫৬ শতাংশ বেড়েছে, এবং কনটেইনার পরিবহন ৩৫ শতাংশ বেড়েছে।

এ ছাড়া গতবছরের জুনে চীন ও ভিয়েতনামের মধ্যে আন্তঃসীমান্ত মালবাহী ট্রেনের কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়া সহজ হওয়ায় পণ্য পরিবহনের সক্ষমতা ৬৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে মালবাহী ট্রেনের ভ্রমণ সময় কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ ঘণ্টায়।  

দুই দেশের আন্তঃসীমান্ত রেলওয়ে মালবাহী ট্রেনগুলোতে প্রাথমিকভাবে যান্ত্রিক সরঞ্জাম, ইলেকট্রনিক পণ্য, চীনা ভেষজ ওষুধ এবং ফল পরিবহন করা হচ্ছে।

বর্তমানে মালবাহী ট্রেন ভিয়েতনামের পাশাপাশি লাওস এবং থাইল্যান্ডে চালু আছে। পরে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও চালু হবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি।

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি-সিসিটিভি