এমএইচ-৩৭০’র অনুসন্ধান কাজ পুনরায় শুরু করবে মালয়েশিয়া
2024-03-03 19:07:25

মার্চ ৩: মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী আজ (রোববার) বলেছেন যে, মালয়েশিয়া ১০ বছর আগে বিধ্বস্ত হওয়া সেদেশের এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-৩৭০’র অনুসন্ধান কাজ যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় শুরু করবে। মালয়েশিয়ার পোস্ট পত্রিকা এ খবর দিয়েছে।

রোববার বিকেলে কুয়ালালামপুরে এমএইচ-৩৭০ দুর্ঘটনার দশম বার্ষিকী স্মরণে একটি স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৪ সালের ৫ মার্চ মালয়েশিয়ার এয়ালাইন্সের ফ্লাইট এমএইচ-৩৭০ ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে বেইজিং আসার সময় নিখোঁজ হয়। বিমানটিতে ২৩৯ জন যাত্রী ছিলেন।

২০১৫ সালের ২৯ জানুয়ারি মালয়েশিয়ার সিভিল এভিয়েশন অথরিটি ঘোষণা দেয়, ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে এবং এর সব যাত্রী মারা গেছেন।

লিলি/হাশিম।