শাংহাইয়ে চলছে ৩২তম পূর্ব চীন মেলা
2024-03-03 14:32:00

মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বৃহত্তম আমদানি-রপ্তানি বাণিজ্য প্রদর্শনী ৩২তম পূর্ব চীন মেলা চলছে। বস্ত্র ও হালকা শিল্প পণ্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করে গেল শুক্রবার শাংহাইয়ের নিউ ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে শুরু হয় এই মেলা। চার দিনব্যাপী এই মেলা শেষ হবে সোমবার।

শাংহাই, চিয়াংসু, চ্যচিয়াং, আনহুই, ফুচিয়ান, চিয়াংসি, শানতোং, নানচিং এবং নিংপো প্রদেশ এবং শহরের যৌথ আয়োজনে মেলাটি চীনের বৈদেশিক বাণিজ্য রূপান্তর, আপগ্রেডিং, উদ্ভাবন এবং ব্র্যান্ড উন্নয়ন প্রদর্শনে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

এই বছরের ইভেন্টের জন্য ছয়টি প্রদর্শনী এলাকা নির্ধারণ করা হয়েছে। পোশাক, বস্ত্রশিল্প, গৃহস্থালী পণ্য এবং নানা আলঙ্কাকারিক উপহারের জন্য চারটি এবং বিদেশি ও ই-কমার্সের জন্য দুটি বিশেষ ক্ষেত্র নির্ধারণ করা হয়।

এক লাখ ২৬ হাজার ৫শ’ বর্গ মিটার এলাকাজুড়ে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রদর্শনী কেন্দ্রের ১১টি হল ব্যবহার করা হয়েছে, যেখানে মোট ৫ হাজার ৭শ’ ২০টি বুথ আছে।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি