চীন-মার্কিন ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান চীনের ভাইস প্রেসিডেন্টের
2024-03-03 14:24:05

 

মার্চ ০৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর ব্যবসায়িক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। শুক্রবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন চায়না তথা অ্যামচাম চায়না আয়োজিত এক নৈশভোজে তিনি এ আহ্বান জানান।

হান বলেন, ২০২৩ সালের নভেম্বরে চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের মধ্যে শীর্ষ বৈঠকে যে সান ফ্রান্সিসকো ভিশনের জন্ম হয়েছিল, তা চীন-যুক্তরাষ্ট্রের স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই সম্পর্ক উন্নয়নের একটি পথ নির্ধারণ করেছে।

হান বলেন, চীনের অর্থনীতির শক্তিশালী স্থিতিস্থাপকতা, অপার সম্ভাবনা এবং ব্যাপক সুযোগ রয়েছে।

ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, চীন তার উন্মুক্তকরণ নীতি প্রসারিত করবে, বিদেশি বিনিয়োগে নেতিবাচক তালিকাটি সংক্ষিপ্ত করবে, বিদেশি ব্যবসার জন্য সরকারিভাবে সহায়তা করা হবে এবং অন্যান্য দেশের কোম্পানিগুলোর জন্য আন্তর্জাতিক মানের জন্য বাজার ও আইন-ভিত্তিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলবে।

হান আশা প্রকাশ করেন, অ্যামচাম চায়না অর্থনৈতিক ও বাণিজ্য খাতে দুই দেশের মধ্যে আরও সহযোগিতার জন্য চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড এবং অন্যান্য ইউনিটের সঙ্গে যোগাযোগ জোরদার করবে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি