বহুপক্ষীয় বাণিজ্যে চীনের সমর্থনকে স্বাগত জানাল বিশ্ব বাণিজ্য সংস্থা
2024-03-03 14:28:02

মার্চ ০৩, সিএমজি বাংলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রীপর্যায়ের ত্রয়োদশ সম্মেলনটি শেষ হয়েছে।

সম্মেলনে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকের সময় চীনা প্রতিনিধিদল সক্রিয়ভাবে আলোচনা ও সহযোগিতার প্রচার করেছে এবং সমস্ত পরামর্শে অংশ নিয়েছে।

বিনিয়োগ সুবিধা, মৎস্যখাতে ভর্তুকি এবং অন্যান্য ইস্যুতে চীনা পক্ষ সক্রিয়ভাবে অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা করেছে এবং বৈঠকে অংশগ্রহণকারী দলগুলোর পাশাপাশি ডব্লিউটিও মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলার প্রশংসাও কুড়িয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

ইওয়েলা বলেন, চীন সমগ্র এজেন্ডায় গঠনমূলকভাবে অংশগ্রহণ করেছে এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার প্রতি সমর্থন দেখিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী এবং এবারের সম্মেলনের চেয়ার থানি বিন আহমেদ আল জাইউদি বলেছেন, চীনা প্রতিনিধিদল সম্মেলনের বিভিন্ন এজেন্ডায় ইতিবাচকভাবে কাজ করেছে এবং এ সম্মেলনের সফলতার নেপথ্যেও চীনা পক্ষের সক্রিয় অবদান রয়েছে।

পরবর্তী মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি হবে ২০২৬ সালে। তার আগ পর্যন্ত ই-কমার্স ডেটা ট্রান্সমিশনে অস্থায়ী শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে এতে অংশ নেওয়া দেশগুলো।

 ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন