ভিসামুক্ত সুবিধা নেওয়া থাই পর্যটককে স্বাগত জানাল চীন
2024-03-02 14:49:17

মার্চ ০২, সিএমজি বাংলা ডেস্ক: ভিসামুক্ত নীতি কার্যকর হওয়ার পর শুক্রবার থাইল্যান্ড থেকে আসা প্রথম পর্যটক দলকে স্বাগত জানিয়েছে চীন।

জানুয়ারির শেষ দিকে স্বাক্ষর করা চীন-থাইল্যান্ড পারস্পরিক ভিসামুক্ত চুক্তিটি কার্যকর হয় ১ মার্চ থেকে।

শুক্রবার একটি ফ্লাইট থাইল্যান্ডের ফুকেট থেকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিসা অব্যাহতি নীতি কার্যকর হওয়ার পর ওটাই ছিল থাইল্যান্ড থেকে বেইজিংয়েে আসা প্রথম ফ্লাইট। এ ফ্লাইটে আসা ৫৬ থাই ভ্রমণকারী দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নানিং উসু আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করেন।

চীনের ভিসা পেতে থাই জনগণের আগে এক সপ্তাহের মতো সময় লাগত। নতুন নিয়মটা তাই বেশ সুবিধাজনক হয়েছে বলে জানান এক থাই পর্যটক।

থাইল্যান্ড থেকে নানিং বিমানবন্দরে সপ্তাহে প্রায় ৪৫টি ফ্লাইট আসা-যাওয়া করার কথা রয়েছে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশে ভিসা অব্যাহতির সুবিধা নিয়েছেন ছয়জন থাই পর্যটক।

ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি