চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন থেকে অন্যরা শিখতে পারে: আন্তর্জাতিক সম্প্রদায়
2024-03-02 16:31:35

মার্চ ২: চীনের বার্ষিক ‘দুই অধিবেশন’, অর্থাৎ জাতীয় গণকংগ্রেস-এনপিসি ও জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন-সিপিপিসিসি’র অধিবেশন চলতি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। এবারের সম্মেলনের মূল-প্রতিপাদ্য ‘চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন’ আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে। অনেক মানুষ মনে করেন, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রচার করা শুধুমাত্র চীনের জন্য গুরুত্বপূর্ণ নয়, অন্যান্য দেশও এ থেকে অনেক শিখতে পারে।

সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব এশিয়া গবেষণা ইন্সটিটিউটের গবেষক খাং ডুয়ান ইয়েন বলেন, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন অনন্য প্রক্রিয়া, যা চীনের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক বৈশিষ্ট্যের গভীরে প্রোথিত। এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ সংস্কারকে গভীর করা এবং উন্মুক্তকরণ সম্প্রসারণ করা, যা বিশ্বব্যাপী উন্নয়ন অভিজ্ঞতার উপর ইতিবাচক প্রভাব ফেলে, একইসঙ্গে অতিরিক্ত ভোগ, পরিবেশের ক্ষতি ও সামাজিক অসমতা ইত্যাদি সমস্যা এড়ানো যায়। এই ধারণা চীনকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে শান্তিপূর্ণ উন্নয়ন অনুসরণ করা, সবুজ উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা এবং সামাজিক সমৃদ্ধি ও অগ্রগতি অর্জন করার জন্য নতুন চিন্তাভাবনা দিয়েছে।

নামিবিয়ার ক্ষমতাসীন পিপলস অর্গানাইজেশন পার্টির সদস্য ফ্রান্স কুলিক বলেন, চীনের আধুনিকায়নের পথ, অর্থনৈতিক উন্নয়নের উপায় আন্তর্জাতিক সমাজে ইতিবাচক প্রভাব আনছে। চিকিত্সা, বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্রে চীন উন্নয়নের অগ্রভাগে রয়েছে। তিনি আশা করেন চীন নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখবে এবং নামিবিয়াকে অগ্রগতিতে সাহায্য করবে।

(তুহিনা/হাশিম/লিলি)