ভিসামুক্ত নীতিতে আরও চীনা পর্যটক আশা করছে সিঙ্গাপুর
2024-03-02 14:46:45

মার্চ ২, সিএমজি বাংলা ডেস্ক: নতুন ভিসামুক্ত নীতির কারণে চীন থেকে আরও বেশি পর্যটক আশা করছে সিঙ্গাপুর। সম্প্রতি এমনটা জানিয়েছে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড—এসটিবি।

শাংহাইয়ের কেন্দ্রস্থলে হুয়াংপু জেলায় সিঙ্গাপুরের রাস্তার আদলে একটি বড় আকারের শিল্পস্থাপনা চালু করেছে এসটিবি। যেখানে সিঙ্গাপুরের গার্ডেনস বাই দ্য বে’র মতো সিঙ্গাপুরের আরও কিছু নৈসর্গিক স্থানের রেপ্লিকা তৈরি করে সেগুলোর সঙ্গে চীনাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

গত ডিসেম্বরে চীন ও সিঙ্গাপুর পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি ঘোষণা করে। এতে দুদেশের নাগরিকরা একে অন্যের দেশে ভিসা ছাড়া থাকতে পারবেন ৩০ দিন। যার ফলে বসন্ত উৎসবের ছুটিতে সিঙ্গাপুরে যাওয়ার জন্য এবার চীনাদের বুকিং বেড়েছিল গতবছরের চেয়ে ১৪ গুণ বেশি।

সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডের বৃহত্তর চীন অঞ্চলের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু ফুয়া বলেছেন, পর্যটন বাজারে চীন সিঙ্গাপুরের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। তিনি আরও বলেন, কোভিডের পর চীন দ্রুত নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে এবং ২০২৩ সালের প্রথম ৯ মাসে দেশটি শীর্ষ পর্যটন গন্তব্যেও পরিণত হয়েছে।

ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি