বিদেশি নাগরিকদের পেমেন্ট পরিষেবা উন্নত করছে ইউনিয়ন পে
2024-03-02 14:55:33



মার্চ ০২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য কার্ড পেমেন্টে পরিষেবা আরও উন্নত করতে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম বৃহ কার্ড পেমেন্ট  প্রতিষ্ঠান ‘চায়না ইউনিয়নপে।

এ পদক্ষেপের মধ্যে রয়েছে- ইউনিয়ন পে কার্ডের আবেদন প্রক্রিয়া সহজতর করা। দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকরা অনলাইনে বা ইউনিয়ন পের অনুমোদিত মার্চেন্টের কাছ থেকে সহজেই কার্ডের আবেদন করতে পারবেন। পাশাপাশি ইংরেজি, জাপানি, কোরিয়ানসহ বিভিন্ন ভাষায় পরিষেবা প্রদান, বিদেশি মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিশেষ সুবিধা এবং মোবাইল পেমেন্টেও নতুন বেশ কয়েকটি মাধ্যম যুক্ত করা।

চায়না ইউনিয়নপের নির্বাহী সহ-সভাপতি হু হাওচং বলেন, চীনব্যাপী ৪০টি প্রধান শহরে ব্যাংক কার্ড, মোবাইল এবং কোড-স্ক্যানিংয়ের মাধ্যমে যাবতীয় বিল প্রদানকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে যুক্ত হয়ে ২০০টিরও বেশি বিদেশি ই-ওয়ালেট চালু করেছে। চায়না ইউনিয়ন পে বিশ্বব্যাপী ৮০টি দেশে ২৩ কোটি ব্যাংক কার্ড ইস্যু করেছে। এগুলো আবার চীনা পেমেন্ট প্ল্যাটফর্মগুলোতে যুক্ত করা যেতে পারে বলে জানান হু হাওচং।

ইউনিয়ন পে চীনের বৃহত্তম পেমেন্ট নেটওয়ার্ক। বর্তমানে দেশটিতে অনেক দোকান ও রেস্তোরাঁ শুধু ইউনিয়নপে কার্ড পেমেন্ট গ্রহণ করে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি