কক্ষপথে দ্বিতীয় স্পেসওয়াক সম্পন্ন করেছেন চীনা নভোচারীরা
2024-03-02 14:43:22

মার্চ ০২, সিএমজি বাংলা ডেস্ক: কক্ষপথে চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে অবস্থানরত শেনচৌ-১৭ মিশনের নভোচারীরা তাদের দ্বিতীয় স্পেসওয়াক সফলভাবে সম্পন্ন করেছেন। শনিবার বেইজিং সময় দুপুর ১টা ৩২ মিনিটে তারা মহাকাশ স্টেশনটির বাইরে যান। এ সময় তারা মহাকাশযানের উন্নয়নে কিছু কাজ করেছেন। চীনের মানব মহাকাশ মিশন সংস্থা (সিএমএসএ) এ তথ্য জানিয়েছে।

সিএমএসএ জানিয়েছে, শেনচৌ-১৭ এর ক্রুরা সবাই সুস্থ রয়েছেন এবং মহাকাশ স্টেশনটি স্থিতিশীলভাবে চলছে।

মহাকাশচারীরা মহাকাশ স্টেশনের বাইরে যেসব কাজ সম্পন্ন করবেন তার মধ্যে রয়েছে- মহাকাশ স্টেশনের বাইরের পৃষ্ঠে স্থাপন করা বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা, মহাকাশ স্টেশনের বাইরে ক্যামেরা এবং একটি রোবটিক হাত স্থাপন করা। স্পেসওয়াকটি প্রায় ছয় ঘণ্টা স্থায়ী হবে।

এর আগে ২০২৩ সালের ২১ ডিসেম্বর ‘থিয়াহ মডিউলের’ মধ্যে সৌর পাখা যুক্ত করা এবং শেনচৌ ১৬-এর মহাকাশচারীদের পৃথিবীতে ফেরার মিশন সহায়তার জন্য প্রথমবারের মতো মহাকাশ স্টেশনের বাইরে স্পেসওয়াকে গিয়েছিলেন চীনা নভোচারীরা। ওই মিশনে তাদের লেগেছিল প্রায় সাড়ে ৭ ঘণ্টা।

 

শুভ/ফয়সল/রহমান