চীনের নবযাত্রায় তরুণদের উদ্যমী হওয়ার আহ্বান প্রেসিডেন্ট সি চিনপিংয়ের
2024-03-02 14:45:22

মার্চ ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, তরুণ কর্মকর্তারাই চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের উত্তরসূরি। তাদেরকে কমিউনিস্ট পার্টির লক্ষ্যের প্রতি সৎ থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে চীনের নবযাত্রায় ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার ন্যাশনাল একাডেমি অব গভর্ন্যান্সে পার্টির তরুণ ও মধ্যবয়সী কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রেসিডেন্ট সি।

পার্টির প্রতি আস্থা রেখে সক্রিয় অনুশীলনে অংশ নিতেও তরুণদের আহ্বান জানান তিনি। তাদেরকে মার্কসবাদ নিয়ে পড়াশোনা করে এর প্রায়োগিক দক্ষতা বাড়িয়ে সুনির্দিষ্ট ফল অর্জন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট সি বলেন, তরুণদের অবশ্যই সক্রিয়ভাবে পার্টির প্রতি আনুগত্য ও সততার অনুশীলন করতে হবে এবং রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে। তাদের পার্টির রাজনৈতিক শৃঙ্খলা ও নিয়ম কঠোরভাবে মেনে চলা, সৎ থাকা, বস্তুনিষ্ঠ কাজ করা এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঐক্য বজায় রাখার আহ্বানও জানান তিনি।

নিঃস্বার্থ হয়ে তরুণরা যেন জনগণের মঙ্গলে নিজেদের উৎসর্গ করে সে আহ্বানও জানান সি।

আরও ভালো ও বেশি পরিমাণে দায়িত্ব কাঁধে নিয়ে, সংস্কার ও উদ্ভাবনের প্রতি আগ্রহী হয়ে নানা ধরনের সমস্যার সমাধানেও তরুণদের এগিয়ে আসার প্রেরণা দেন চীনা প্রেসিডেন্ট।

সকল স্তরের দলীয় সংগঠনগুলোকে সি বলেন, তাদের উচিত কর্মকর্তাদের প্রশিক্ষিত করা, কঠোর তত্ত্বাবধানের মাধ্যমে নির্ভরযোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে তোলা, যারা একটি শক্তিশালী দেশ গড়া এবং জাতির পুনর্জাগরণের দায়িত্ব নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের সদস্য ছাই ছি।

প্রেসিডেন্ট সি’র গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলোর ওপর জোর দিয়ে, তরুণদের তাত্ত্বিক বিষয়গুলো পড়ে সেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান ছাই।

ফয়সল/রহমান

তথ্য ও ফাইল ছবি: সিজিটিএন