চীন-লাওস রেলপথের লাওস অংশে প্রথমবারের মতো এক্সপ্রেস পরিষেবা চালু
2024-03-02 19:18:54

মার্চ ২: পরিবহন পরিষেবা প্রসারিত করা এবং লাইন বরাবর ভোক্তাদের জন্য পণ্যগুলো নিরাপদ ও দ্রুত পরিবহনের সুবিধার্থে চীন-লাওস রেলপথের লাওস অংশের অপারেশনের দায়িত্ব পালন করা লাওস-চায়না রেলওয়ে কোং লিমিটেড প্রথমবারের মতো স্থানীয়ভাবে এক্সপ্রেস পরিবহন পরিষেবা চালু করেছে। গতকাল (শুক্রবার) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২০ ফেব্রুয়ারিতে এ পরিষেবা চালু হওয়ার পর থেকে প্রতিদিন সকালে ও বিকেলে রেলগাড়ির রওয়ানার আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা পণ্যভর্তি এক্সপ্রেস বক্সগুলোকে ট্রেনের বগিতে নিয়ে যান এবং তাদের নির্ধারিত গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেন। এই পরিষেবা লাও ই-কমার্স শিল্পের বিকাশকে উন্নীত করবে এবং দেশটির জনগণের জীবন ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সুবিধা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

লিলি/হাশিম।