চীনের সঙ্গে ‘ভিসা-মুক্ত’ চুক্তি থাইল্যান্ডের উন্নয়নে সহায়ক: থাই প্রধানমন্ত্রী
2024-03-02 15:46:28

মার্চ ২: পহেলা মার্চ চীন ও থাইল্যান্ডের মধ্যে ‘ভিসা-মুক্ত’ চুক্তি কার্যকর উপলক্ষ্যে আজ (শনিবার) থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন সে দেশের রাজধানী ব্যাংককে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজিকে একান্ত সাক্ষাত্কার দিয়েছেন।

সাক্ষাত্কারে তিনি বলেন, থাইল্যান্ড চীনকে বড়ভাই হিসেবে মনে করে। চীনের অর্থনৈতিক উন্নয়ন তার মনে গভীর ছাপ ফেলেছে।

বিস্ময় সৃষ্টিকারী চীন ও চীনা জনগণের প্রশংসা করে তিনি আরো বলেন, আসলে অধিকাংশ থাই জনগণ চীনাদের বংশধর এবং তাদের পূর্বপুরুষ চীন থেকে এসেছেন। থাইল্যান্ড এবং চীনের জনগণ বরাবরই সম্প্রীতির সঙ্গে সহাবস্থান করেন।

দু’দেশের মধ্যে ‘ভিসা-মুক্ত’ চুক্তি কার্যকর হওয়ার পর, তা থাইল্যান্ডের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে বলে তিনি বিশ্বাস করেন। তিন বছরের মহামারীর পর থাইল্যান্ডের পর্যটন শিল্প অচলাবস্থায় পড়ে গিয়েছিল। এ অবস্থা কাটিয়ে উঠতে চীনা পর্যটকদের স্বাগত জানায় থাইল্যান্ড। চীনা পর্যটকদের ভ্রমণের ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে থাইল্যান্ড অনেক ব্যবস্থাও গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন দেশটির প্রধানমন্ত্রী ।

দ্বিপক্ষীয় সম্পর্ককে বৈচিত্র্যময় করে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, চীন গত কয়েক বছরে থাইল্যান্ডে, বিশেষ করে বৈদ্যুতিক গাড়ি শিল্পে সবচে বেশি সরাসরি বিনিয়োগ করেছে। যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মাধ্যমে যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে, তা আঞ্চলিক উন্নয়নকে ব্যাপকভাবে উন্নীত করেছে বলে তিনি মনে করেন।

সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি চীন থেকে দেশশাসনের অভিজ্ঞতা শিখতে চান। দারিদ্র্য নির্মূল করা হলো চীনের অর্থনীতিতে সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ কারণ।।

ভবিষ্যতে আর্থ-বাণিজ্যে দু’দেশের সম্ভাব্য সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সবচে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিণত হয়েছে। ডেটা-কেন্দ্র হলো এআই উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। এ ক্ষেত্রে অনেক চীনা কোম্পানি পুঁজি বিনিয়োগের সুযোগ খুঁজে বের করছে। তিনি আশা করেন, থাইল্যান্ড সকল চীনা দ্রব্যের উত্পাদনের কেন্দ্র হয়ে উঠবে।

সাক্ষাত্কারের শেষে থাই প্রধানমন্ত্রী সকল চীনা পর্যটক ও চীনা কোম্পানিকে তার দেশে স্বাগত জানান।

লিলি/হাশিম