উদ্ভাবনের প্রতি চীনের ভালোবাসাই বাড়াচ্ছে বিদেশি বিনিয়োগ: ভলভো সিইও
2024-03-02 15:02:31

মার্চ ০২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের আছে সুবিশাল ভোক্তা বাজার এবং উদ্ভাবনের প্রতি বিশেষ অনুরাগ। যার কারণে দেশটি পরিণত হয়েছে বিশ্বের অন্যতম প্রধান বিনিয়োগ গন্তব্যে। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন’কে দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলেছেন ভলভো কারসের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জিম রোয়ান।

গত ২১ জানুয়ারি ভলভো কার শাংহাইতে তার এশিয়া-প্যাসিফিক সদর দফতরের চতুর্থ পর্যায়ের নির্মাণকাজ শুরু করে। যেখানে থাকবে একটি ব্যাটারি এবং একটি প্রশিক্ষণ কেন্দ্র।

সাক্ষাৎকারে জিম রোয়ান বলেছেন, চীনের যে সুবিশাল ভোক্তাবাজার ও ক্রয়ক্ষমতা রয়েছে সেটার সুবিধা নিতেই চীনে বিনিয়োগ বাড়িয়েছে ভলভো।

তিনি আরও বলেন, তার প্রতিষ্ঠান নতুন প্রযুক্তির পেছনে চীনে বড় মাপের বিনিয়োগ করেছে। তার মতে, চীনের অনেকেই এখন তাদের ব্যক্তিগত গাড়িকে উন্নততর রূপে দেখতে চায় এবং আয় বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই এখন দুটো গাড়ির মালিক হওয়ার কথা ভাবছে।

প্রযুক্তি অঙ্গনে চীন এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে বলেও জানান ভলভোর প্রধান নির্বাহী। তার মতে, চীন সফর শুরুর পর থেকে দেশটির অর্থনীতিতে যে পরিবর্তনগুলো তিনি দেখেছেন, সেগুলোই ছিল তার অনুপ্রেরণার উৎস।

ফয়সল/রহমান