পরিচ্ছন্নতা কর্মী স্মার্ট রোবট: বুঝতে পারে মানুষের ভাষা
2024-03-01 19:31:42

মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক:  চীনের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই কোম্পানি তৈরি করেছে এমন একটি পরিচ্ছন্নতা কর্মী রোবট যে বুঝতে পারে মানুষের সহজ ভাষা। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌ সিটিতে অবস্থিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই কোম্পানি একটি অত্যাধুনিক স্মার্ট ক্লিনিং রোবট প্রবর্তন করেছে যা এ আই প্রযুক্তিকে সংহত করে দৈনন্দিন কাজ এবং শিল্পখাতের কার্যক্রমে এআই এর পরিবর্তনকারী শক্তিকে তুলে ধরছে।

সাধারণ ক্লিনিং রোবটগুলো মানুষের মুখের সাধারণ ভাষা বুঝে চোখের সামনে পড়ে থাকা এলোমেলো আবর্জনা পরিস্কার করতে পারে না। কিন্তু এই স্মার্ট রোবটকে শুধু বললেই হয় এই ময়লাগুলো পরিস্কার করো। ও ঠিক এই মুখের ভাষা বুঝতে পারে।

ইউডিয়ার এ আই কোম্পানির প্রতিষ্ঠাতা ছেন চুনবো বলেন, ‘আপনি স্বাভাবিক মানুষের ভাষায় যা চান তা আমরা সহজভাবে রোবটদের বলতে পারি এবং এটি তা বুঝতে পারে।’ ছেন তুলে ধরেন যে কিভাবে এআই সম্পন্ন রোবট তার ব্যবহারকারী মানুষের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে পারে।

হাংচৌ এর আরেকটি কোম্পানি এমন বুদ্ধিমান রোবট মাইক্রোওয়েভ তৈরি করেছে যে ‘কেক বেক করো’ বললেই সেটা ভালোভাবে করতে পারে।

রোবোটিক্সের সঙ্গে এ আই প্রযুক্তির এই মিশ্রণ প্রযুক্তিখাতে চীনের সাম্প্রতিক বিশাল অগ্রগতিকে তুলে ধরছে। বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন যে এই উন্নয়নগুলো বিশাল অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

শান্তা/রহমান

তথ্য: সিসিটিভি