উচ্চ-কক্ষপথ ইন্টারনেট পরিষেবা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন
2024-03-01 19:30:28

মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক: চীন বৃহস্পতিবার একটি হাই অরবিট বা উচ্চ-কক্ষপথ ইন্টারনেট পরিষেবা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়।

বেইজিং সময় রাত ৯টা ০৩ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

একটি লং মার্চ থ্রিবি ক্যারিয়ার রকেট এটিকে সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে নিয়ে যায়।

উৎক্ষেপণটি ছিল লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫১০ তম মিশন।

শান্তা/রহমান