গাজার সংঘাতের অবসান ঘটাতেই হবে: জাতিসংঘ
2024-03-01 16:06:11

মার্চ ১: মানবাধিকার বিষয়ক জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা ভোলকার তুর্ক বলেছেন, গাজায় ‘হত্যাকাণ্ড’ চলছে এবং সেখানকার সংঘাতের অবসান ঘটাতেই হবে।

গতকাল (বৃহস্পতিবার) জেনিভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৫তম অধিবেশনে দখলকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনাকালে একথা বলেন তিনি।

মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার তুর্ক বলেন, গত অক্টোবরে নতুন দফা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় লক্ষাধিক মানুষ হতাহত এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে। এছাড়া কমপক্ষে ১৭ হাজার শিশু অনাথ বা পরিবার থেকে সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে।

তিনি সতর্কতা উচ্চারণ করে বলেন, দক্ষিণ গাজার রাফাহর ওপর ইসরায়েলের স্থল আক্রমণে আরও বহু মানুষ হতাহত ও গৃহহারা হবে এবং কার্যকর মানবিক সাহায্যের আশা ভেস্তে যাবে। (প্রেমা/রহমান/শুয়েই)