গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ মিশরের প্রেসিডেন্টের
2024-03-01 16:32:20

মার্চ ১: মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, গাজার বাসিন্দাদের কাছে যাতে মানবিক ত্রাণ ও চিকিত্সা সহায়তা পৌঁছানো যায়, সেজন্য অবিলম্বে যেখানে যুদ্ধবিরতি কার্যকর করা জরুরি।

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে তিনি একথা বলেন।

মিশরের প্রেসিডেন্ট ভবন সূত্রে জানা গেছে, আলাপকালে সিসি বলেন, গাজার পরিস্থিতি স্থিতিশীল করতে হবে, যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, আটক বন্দীদের বিনিময় এবং জরুরিভিত্তিতে মানবিক ত্রাণ ও চিকিত্সা দিতে হবে এবং এ অঞ্চলের সংঘাতের অবনতি এড়াতে হবে।

তিনি আরও বলেন, গাজায় সামরিক হামলা দিন দিন বাড়ছে এবং বেসামরিক নাগরিকদের ওপরও হামলা চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মিশর এর তীব্র নিন্দা জানায় বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার গাজায় ফিলিস্তিনের জনস্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ৭ অক্টোবর ফিলিস্তিন ও ইসরায়লের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর এ পর্যন্ত গাজায় ইসরায়লি সামরিক অভিযানে ৩০ হাজার ৩৫ জন নিহত এবং ৭০ হাজারেরও বেশি আহত হয়েছে। (সুবর্ণা/রহমান)