চীনা শৈলীর আধুনিকায়নের ভূয়সী প্রশংসা করেছেন গ্রিক অর্থনৈতিক গবেষক
2024-03-01 18:27:37

মার্চ ১: চীনের দুই অধিবেশনের আয়োজন উপলক্ষ্যে চীনের অর্থনৈতিক উন্নয়ন বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। সম্প্রতি গ্রিসের ইউরোপ ও কূটনৈতিক তহবিল সংস্থার উচ্চ পর্যায়ের গবেষক চায়না মিডিয়া গ্রুপে (সিএমজি) দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, দুই অধিবেশন চীনের রাজনৈতিক জীবনের একটি বড় ঘটনা। চীনা শৈলীর আধুনিকায়ন এবারের দুই অধিবেশনের কার্যক্রমে নিশ্চয়ই থাকবে।

তিনি বলেন, ‘আধুনিকায়নের ধারণা সামাজিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত, তবে চীনের লোকসংখ্যা বিশাল হওয়ায় নিখুঁত দারিদ্র্যমোচনের পর জীবিকার অবিরাম উন্নয়ন দরকার। এটি অনেক জটিল কাজ। এই প্রক্রিয়ায় বিভিন্ন বৈজ্ঞানিক লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সমস্যার সমাধান করা উচিত।’

 

আর্থিক বিশেষজ্ঞ হিসেবে তিনি আরও বলেন, চীনা অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের প্রবণতা রয়েছে। ভবিষ্যতে বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে তা আরও বিশাল অবদান রাখবে।

তিনি বলেন, ২০২৩ সালে চীনা অর্থনীতির অবস্থা প্রত্যাশিত লক্ষ্যের চেয়ে ভাল হয়েছে। এর ভূয়সী প্রশংসাও করেছে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল-সহ আন্তর্জাতিক সংস্থাগুলো।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)