চীনে আরো ১৪৮৮টি ট্রেজারি বন্ড জল সংরক্ষণ প্রকল্প বাস্তবায়িত
2024-03-01 19:23:54

মার্চ ১: চীনের জলসম্পদ উপ-মন্ত্রী ছেন মিন শুক্রবার জাতীয় পরিষদের তথ্য কার্যালয়ের দুর্যোগ-পরবর্তী জল সংরক্ষণের পরিকাঠামো নির্মাণের অগ্রগতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে বলেন যে, কেন্দ্রীয় সরকারের দুর্যোগ-পরবর্তী জল সংরক্ষণ প্রকল্পগুলির নির্মাণকাজ গতিশীল করার জন্য অতিরিক্ত ট্রেজারি বন্ড তহবিলের পূর্ণ ব্যবহার করা উচিত। বর্তমানে, ১৪৮৮টি ট্রেজারি বন্ড জল সংরক্ষণ প্রকল্প সারা দেশে বাস্তবায়িত হয়েছে এবং ২৯.৩১ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ সম্পূর্ণ হয়েছে।

২০২৩ সালে, চীনের নদীতে ঘন ঘন বন্যা দেখা দেয়। জুলাইয়ের শেষে এবং অগাস্টের শুরুতে, হাইহ্য নদী অববাহিকা ৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যা হয়েছিল। সোংহুয়া নদী অববাহিকার কিছু উপনদীতেও বন্যা হয়; যা আগের রেকর্ডের চেয়ে বেশি। বন্যা নিয়ন্ত্রণ পরিস্থিতি অত্যন্ত জটিল ও গুরুতর ছিল এবং তা মানুষের জীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলেছিল। জলসম্পদ মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং অন্যান্য বিভাগ, প্রাদেশিক সরকারগুলির সঙ্গে যৌথভাবে, বেইজিং-থিয়ানচিন-হ্যপেই ও উত্তরাঞ্চলের উপর দৃষ্টি নিবদ্ধ করে দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠন এগিয়ে নিচ্ছে। নদী অববাহিকার বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নতি এবং নদী অববাহিকার সামগ্রিক বন্যা নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত করা হয়েছে।

(ইয়াং/তৌহিদ/ছাই)