মানবাধিকার পরিষদে ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতি সম্পর্কে চীনের অবস্থান তুলে ধরেন চীনা রাষ্ট্রদূত
2024-03-01 18:30:05

মার্চ ১: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘের জেনিভা কার্যালয় এবং সুইজারল্যাণ্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছেন সু মানবাধিকার পরিষদের ৫৫তম সম্মেলনে ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতি সম্পর্কে চীনের অবস্থান তুলে ধরেছেন।

তিনি বলেন, বর্তমানে গাজা অঞ্চলে অভূতপূর্ব মানবিক বিপর্যয় হয়েছে। শীঘ্রই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা আন্তর্জাতিক সমাজের দাবি, যা শান্তি ফিরিয়ে আনার মৌলিক শর্ত। মানবিক সংস্থাগুলোর গাজায় ত্রাণকাজ চালানোর জন্য প্রয়োজনীয় সুবিধা দিতে ইসরায়েলকে তাগিদ দেয় চীন।

 

ছেন সু জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জাতির বৈধ অধিকার রক্ষায় দৃঢ় সমর্থন দেয় চীন এবং ফিলিস্তিনিদেরকে জোর করে স্থানান্তর করা এবং ফিলিস্তিনের ভূখণ্ড দখল করার বিরোধিতাও করে চীন। ‘দুই রাষ্ট্র প্রস্তাব’ আন্তর্জাতিক সমাজের যৌথ মতৈক্য, এটি চূড়ান্তভাবে ফিলিস্তিন-ইসরায়েল শান্তিপূর্ণ সহবস্থান বাস্তবায়নের বাস্তব পথ। বিভিন্ন দেশের উচিত এজন্য যথাসাধ্য চেষ্টা করা।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)