শপথ নিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের নতুন সদস্যরা
2024-03-01 16:10:50

মার্চ ১: পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ - জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যরা গতকাল (বৃহস্পতিবার) শপথ নিয়েছেন। এই শপথগ্রহণের মধ্য দিয়ে দেশটিতে নতুন সংসদের যাত্রা শুরু হলো।

 

শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ।

 

জাতীয় পরিষদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) নেতা নওয়াজ শরিফ ও প্রেসিডেন্ট শাহবাজ শরিফ, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি, স্বতন্ত্রভাবে নির্বাচিত সদস্য এবং তেহরিক-ইনসাফের নেতারাসহ ৩০২জন নবনির্বাচিত সদস্য এদিন শপথ নেন।

 

জাতীয় পরিষদের ২৩টি সংরক্ষিত আসনে এখন কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এছাড়া ছটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, ২টি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে এবং ১টি আসনে এখনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

 

জাতীয় পরিষদ সচিবালয় আরও জানিয়েছে, নতুন জাতীয় পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন ১ মার্চ এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন ৩ মার্চ।

 

(রুবি/রহমান/মুক্তা)