হাঙ্গেরির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সুলিয়ক তামাসকে সি চিন পিংয়ের অভিনন্দন
2024-03-01 18:30:29

মার্চ ১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) হাঙ্গেরির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সুলিয়ক তামাসকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

অভিনন্দনবার্তায় জনাব সি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-হাঙ্গেরির সম্পর্ক উচ্চ পর্যায়ে উন্নীত হচ্ছে। দু’দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগ ঘনিষ্ঠ হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। দু’দেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে সুষ্ঠু সহযোগিতা বজায় রাখে। এ বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ এসেছে। হাঙ্গেরির সঙ্গে সম্পর্ক উন্নয়নের গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট সুলিয়কের সঙ্গে ঐতিহ্যবাহী মৈত্রী বজায় রাখা, দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা ও বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা গভীর করা, উচ্চ মানে ‘বেল্ট অ্যান্ড রোডের’ যৌথ নির্মাণ এবং চীন-হাঙ্গেরি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন স্তরে নিয়ে যেতে চান জনাব সি।

(ছাই/তৌহিদ)