গাড়িনির্মাতাদের জন্য যুক্তরাষ্ট্র ন্যায্য প্রতিযোগিতার পরিস্থিতি সৃষ্টি করবে বলে প্রত্যাশা চীনের
2024-03-01 15:00:36

মার্চ ১: চীন প্রত্যাশা করে, যুক্তরাষ্ট্র বাজার অর্থনীতির বিধান এবং ন্যায্য প্রতিযোগিতার নীতি মেনে চলবে, ‘অবাজার নীতি’ ও অনুশীলন সংশোধন করবে এবং গাড়িনির্মাণকারীদের জন্য ন্যায্য প্রতিযোগিতা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের পরিস্থিতি সৃষ্টি করবে।

গতকাল (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হো ইয়াতোং এক প্রশ্নের জবাবে একথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র বহু বাধা সৃষ্টি, অতিরিক্ত শুল্ক আদায়, সরকারি ক্রয়ে অংশগ্রহণ সীমিতকরণ, বৈষম্যমূলক ভর্তুকি নীতি ইত্যাদির মাধ্যমে দেশটির বাজারে চীনা গাড়ির প্রবেশে প্রতিবন্ধকতা তৈরি করেছে যদিও চীন সবসময় বিশ্বের গাড়িনির্মাতাদের জন্য নিজের বাজার খুলে দিয়েছে এবং মার্কিন গাড়িনির্মাতারা বৃহৎ চীনা বাজারের সুবিধা পুরোপুরিভাবে ভোগ করেছে।

বর্তমানে চীনে মার্কিন ব্র্যান্ডের গাড়ির বিক্রির পরিমাণ যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি বিক্রির পরিমাণের চেয়ে অনেক বেশি – একথা জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংরক্ষণবাদী বাণিজ্যনীতি অনুশীলন করে, আর্থ-বাণিজ্যিক বিষয় নিয়ে রাজনীতি করে এবং ন্যায়সঙ্গত প্রতিদ্বন্দ্বিতাতে বাধাগ্রস্ত করে, যা দীর্ঘমেয়াদে তার নিজের গাড়ি শিল্পের বিকাশকেও বাধাগ্রস্ত করবে। (প্রেমা/রহমান/শুয়েই)