‘বিদেশি পুঁজির ২৪ বিধি’ বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি অর্জিত: চীনের বাণিজ্য মন্ত্রণালয়
2024-03-01 18:28:45

মার্চ ১: আজ (শুক্রবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয় বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিং আয়োজন করেছে। তথ্য মুখপাত্র হ্য ইয়া তুং ‘বিদেশি পুঁজির ২৪ বিধি’ বাস্তবায়ন অবস্থা এবং চীন-উপসাগরীয় সহযোগিতা সংস্থার অবাধ বাণিজ্য চুক্তি আলোচনাসহ বিভিন্ন আকর্ষণীয় বিষয় তুলে ধরেছেন।

মুখপাত্র হ্য প্রথমে বিদেশি পুঁজি বিনিয়োগ উত্সাহিত করার অবস্থা তুলে ধরেন। সম্প্রতি বিদেশি পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর গোল টেবিল সম্মেলন আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে ‘বিদেশি ব্যবসায়ীদের পুঁজির পরিবেশ আরও সুবিধা দেওয়া এবং বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ করায় রাষ্ট্রীয় পরিষদের মতামত’ অর্থাত্ ‘বিদেশি পুঁজির ২৪ বিধি’ বাস্তবায়নের অবস্থা তুলে ধরা হয়। মুখপাত্র বলেন, ৬০টিরও বেশি বিদেশি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠান এবং ৯টি বিদেশি বাণিজ্যিক সমিতির প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন। সামষ্টিকভাবে বলা যায় যে, ‘বিদেশি পুঁজির ২৪ বিধির’ ৬০ শতাংশেরও বেশি নীতিগত উদ্যোগ ইতোমধ্যেই কাজে লাগানো হয়েছে এবং ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। সংখ্যাগরিষ্ঠ বিদেশি পুঁজির শিল্পপ্রতিষ্ঠান এতে বেশ সন্তুষ্ট বলে তাদের চীনে পুঁজি বিনিয়োগের আস্থা বেড়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)