হংকংয়ের মৌলিক আইনের ২৩তম বিধি নিয়ে মার্কিন মিথ্যাচার নগ্ন রাজনৈতিক কারসাজি: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-03-01 18:50:09

মার্চ ১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র নিজ দেশের নিরাপত্তা রক্ষায় বিপুল মাত্রায় আইন প্রণয়ন করেছে। কিন্তু হংকংয়ের মৌলিক আইনের ২৩তম বিধির ওপর কালি লেপন করছে। এটি নগ্ন রাজনৈতিক কারসাজি এবং মিথ্যা মানদণ্ড।

মার্কিন রাষ্ট্রীয় পরিষদের মুখপাত্র এক বিবৃতিতে হংকংয়ের মৌলিক আইনের ২৩তম বিধির ওপর সজাগ দৃষ্টি রাখার কথা উল্লেখ করেছেন। এই বিধি হংকংয়ে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগ এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলে উল্লেখ করা হয়। এটি হংকংয়ের অধিবাসীদের অধিকার ও স্বাধীনতা দুর্বল করবে এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি নষ্ট করবে। এই সম্পর্কে মুখপাত্র মাও বলেন, মার্কিন এই বিবৃতির দৃঢ় বিরোধিতা করে চীন।

তিনি বলেন, ‘২৩তম বিধি হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সাংবিধানিক দায়িত্ব, এটি চীনের নিরাপত্তা রক্ষা এবং হংকংয়ের স্থায়ী নিরাপত্তা বাস্তবায়নের একটি প্রয়োজনীয় ব্যবস্থা। হংকংয়ে বিদেশি নাগরিকদের পুঁজি ও শিল্পপ্রতিষ্ঠানও আইনানুসারে রক্ষা করা হয়। এটি যৌক্তিক এবং নিন্দার বিষয় নয়।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)