অ্যান্টার্কটিকার সাবগ্লাসিয়াল হ্রদে অনুসন্ধান চালাবে চীন
2024-03-01 19:37:24

মার্চ ০১, সিএমজি বাংলা ডেস্ক: অ্যান্টার্কটিকায় বরফের ৩ হাজার ৬০০ মিটার গভীরে থাকা একটি সাবগ্লাসিয়াল লেক বা উপহিমবাহিক হ্রদে অনুসন্ধান কাজ করার পরিকল্পনা করেছে চীনের একদল বিজ্ঞানী। দেশটির একজন বিজ্ঞানী মঙ্গলবার একথা জানিয়েছেন।

চীনের মেরু গবেষণা ইনস্টিটিউটের গবেষক ড. চিয়াং সু জানান, ছিলিন সাবগ্লাসিয়াল হ্রদ চীনের তাইশান স্টেশন থেকে ১২০ কিলোমিটার দূরে পূর্ব অ্যান্টার্কটিকার বরফমালা প্রিন্সেস এলিজাবেথ ল্যান্ডে অবস্থিত। গত ২০২২ সালে চীন এটির নামকরণ করেছিল।

তিনি জানান, চীন সাবগ্লাসিয়াল হ্রদে অনুসন্ধান পরিচালনার জন্য প্রাথমিক পর্যায়ের কিছু প্রস্তুতি নিয়েছে। দেশটির চলমান ৪০তম অ্যান্টার্কটিক অভিযানের সময় এর অভিযাত্রী দলের সদস্যরা প্রথমবারের মতো হ্রদ এলাকায় প্রবেশ করেন এবং অনুসন্ধান কাজের স্থান নির্বাচনের কাজ করেন।

ড. চিয়াং বলেন, “এন্টার্কটিকায় এ পর্যন্ত আবিষ্কৃত দ্বিতীয় বৃহত্তম সমাহিত হ্রদ - ছিলিন সাবগ্লাসিয়াল হ্রদ বাইরের বিশ্ব থেকে অন্তত ৩০ লাখ বছরের বিচ্ছিন্নতার মধ্য দিয়ে গড়ে উঠেছে। সেকারণে উপগ্লাসিয়াল হ্রদ এবং সেখানে জীবন অন্বেষণে একটি আদর্শ জায়গা এটি।"

তিনি অবশ্য অনুসন্ধান কাজের কোনও নির্দিষ্ট সময়সূচি জানাননি।

 রহমান/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি