চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে অনেক গুরুত্ব দেয় অ্যাঙ্গোলা
2024-03-01 19:25:12

মার্চ ১: অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট লোরেঙ্কো বৃহস্পতিবার বলেন, অ্যাঙ্গোলা চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে অনেক গুরুত্ব দেয় এবং দু’দেশের মধ্যে বাস্তব সহযোগিতা আরও গভীর করতে চায়।

সেদিন রাজধানী লুয়ান্ডায় চীনের নতুন রাষ্ট্রদূত জাং বিন তাঁর পরিচয়পত্র জমা দেন। এসময় প্রেসিডেন্ট লোরেঙ্কো অ্যাঙ্গোলা-চীন সম্পর্ক, অ্যাঙ্গোলার পুনর্গঠন এবং আর্থ-সামাজিক উন্নয়নে চীনের অবদানের বিষয়ে ইতিবাচক কথা বলেন। তিনি আশা করেন যে, জাং বিন তার কার্যমেয়াদে অ্যাঙ্গোলা ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এগিয়ে নেবেন।

জনাব জাং বিন বলেন, চীন ও অ্যাঙ্গোলার মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে, দুই রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনায়, চীন-অ্যাঙ্গোলা সম্পর্ক গভীর হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। যা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার একটি মডেল। চীন দুই দেশের সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়। দুই রাষ্ট্রপ্রধানের নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা এবং দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারি সম্পর্কের গভীর উন্নয়নে অ্যাঙ্গোলার সঙ্গে কাজ করবে চীন।

এর আগে, জাং বিন ২৩ ফেব্রুয়ারি অ্যাঙ্গোলায় পৌঁছান।

(ইয়াং/তৌহিদ/ছাই)