ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দা জানান আন্তোনিও গুতেরেস
2024-03-01 15:40:01

মার্চ ১: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল (বৃহস্পতিবার) মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গাজার উত্তরাঞ্চলে ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালানরোর নিন্দা করেছেন।

বিবৃতিতে বলা হয়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তর গাজায় ত্রাণ তৎপরতা চালাতে পারেনি জাতিসংঘ।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনে ৩০ হাজার মানুষ নিহত ও ৭০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। গুতেরেস এতে বিস্ময় প্রকাশ করেন। তিনি পুনরায় গাজায় মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বৃহস্পতিবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সেদিন গাজা শহরে উদ্ধারের দায়িত্ব জাতিসংঘের ছিল না। উত্তর গাজায় বর্তমানে জাতিসংঘের কোনো মানবিক ত্রাণ কার্যক্রম নেই। এ ঘটনার তদন্ত ও জবাবদিহি করতে হবে। 

(ছাই/তৌহিদ)