জি-২০ অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলন অনুষ্ঠিত
2024-02-29 19:04:16

ফেব্রুয়ারি ২৯: বুধবার ব্রাজিলের সাও পাওলোতে জি-২০-এর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দু’দিনের বৈঠক শুরু হয়েছে। সভায় উপস্থিত প্রতিনিধিরা বৈশ্বিক দারিদ্র্য ও বৈষম্যের সমাধান, টেকসই উন্নয়নে অর্থায়ন, বৈশ্বিক শাসন সংস্কার ও বৈশ্বিক ঋণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন।

ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো আদ্দা তার উদ্বোধনী বক্তৃতায় বলেন, বিশ্ব আরও সমৃদ্ধ, টেকসই ও বৈচিত্র্যময় ভবিষ্যতের জন্য উন্মুক্ত। তবে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিও চ্যালেঞ্জে পূর্ণ। কিছু দেশে আয় ও সম্পদের বৈষম্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে, জলবায়ু সংকট তীব্র হয়েছে, এবং দেশটি ক্রমবর্ধমান পরিবেশগত এবং অর্থনৈতিক ব্যয়ে ভুগছে।

বৈঠকের সময়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট জর্জিভা সব দেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি কার্বন নির্গমন হ্রাস জোরদার করা, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধ করা এবং জলবায়ু অর্থায়ন প্রচার করার আহ্বান জানান।

(ইয়াং/তৌহিদ/ছাই)