“জাপানের উচিত ইতিহাসকে সঠিকভাবে দেখা”
2024-02-29 19:26:49

ফেব্রুয়ারি ২৯: দক্ষিণ কোরিয়ার একটি আদালত সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাধ্যতামূলক শ্রমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে জাপানি কোম্পানিগুলোকে নির্দেশ দেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ২৯ তারিখে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন যে, জাপানের উচিত ইতিহাসের মুখোমুখি হওয়া, গভীরভাবে  ঐতিহাসিক অপরাধের জন্য অনুতাপ বোধ করা এবং ক্ষতিগ্রস্তদের সহানুভূতি জানাতে বাস্তব পদক্ষেপ নেওয়া।

খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার প্রাসঙ্গিক রায়ের প্রতিবাদ করেছে জাপান সরকার। জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তার কোরিয়ান প্রতিপক্ষের কাছে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

এই বিষয়ে, মাও নিং উল্লেখ করেন যে, জোরপূর্বক নিয়োগ এবং দাসত্ব ছিল বিদেশি আগ্রাসন এবং ঔপনিবেশিক শাসনের সময় চীন ও দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার দেশের বিরুদ্ধে জাপানি সেনাদের গুরুতর মানবিক অপরাধ। এই ঐতিহাসিক সত্য অকাট্য এবং তা অস্বীকার করা যায় না বা বিকৃত করা যায় না। জাপানের উচিত ইতিহাসের মুখোমুখি হওয়া, গভীরভাবে ঐতিহাসিক অপরাধের জন্য অনুতপ্ত হওয়া এবং ক্ষতিগ্রস্তদের সম্মান প্রদর্শন করতে বাস্তব পদক্ষেপ নেওয়া। যাতে পরবর্তী প্রজন্মকে ইতিহাসের সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে শেখানো যায়। শুধুমাত্র এভাবেই জাপান সত্যিকার অর্থে তার এশিয়ান প্রতিবেশী এবং আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জন করতে পারে।

(ইয়াং/তৌহিদ/ছাই)