বহুপক্ষবাদ বাস্তবায়ন করে পরিবেশগত সংকট মোকাবিলার আহ্বান জাতিসংঘ পরিবেশ সম্মেলনে
2024-02-29 18:06:57

ফেব্রুয়ারি ২৯: কেনিয়ার রাজধানী নাইরোবিতে আয়োজিত ষষ্ঠ জাতিসংঘ পরিবেশ সম্মেলনে ২৮ ফেব্রুয়ারিকে বহুপাক্ষিক পরিবেশ চুক্তি দিবস হিসেবে নির্ধারণ করা হয়। জাতিসংঘের কর্মকর্তারা বহুপক্ষবাদ বাস্তবায়ন করে পরিবেশগত সংকট মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের পরিবেশ পরিকল্পনা বিভাগ জানায়, বহুপক্ষীয় পরিবেশ চুক্তি হলো আন্তর্জাতিক ও আঞ্চলিক উদ্বেগের জরুরি পরিবেশগত সমস্যা সমাধানের আন্তর্জাতিক চুক্তি এবং আন্তর্জাতিক পরিবেশ মোকাবিলা ও আন্তর্জাতিক পরিবেশ আইনের গুরুত্বপূর্ণ টুল।

এদিন আয়োজিত উচ্চ পর্যায়ের সংলাপে জাতিসংঘের উপমহাসচিব ও জাতিসংঘের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের উপপরিচালক স্যু হাও লিয়াং বলেন, পরিবেশ বহুপক্ষবাদ বাস্তবায়নের জন্য জাতিসংঘের উন্নয়ন পরিকল্পনা বিভাগ বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলে জীববৈচিত্র্য হ্রাস ও জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানে সমর্থন করে।  

উল্লেখ্য, এবারের পাঁচ দিনব্যাপী ষষ্ঠ জাতিসংঘ পরিবেশ সম্মেলন ২৬ ফেব্রুয়ারি নাইরোবিতে শুরু হয়। বিভিন্ন দেশ থেকে চার হাজারের বেশি প্রতিনিধি এবারের সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

(ছাই/তৌহিদ)