যুক্তরাষ্ট্রে চীনের বহু স্থানের সাংস্কৃতিক ও পর্যটন এবং পুঁজি প্রচার কর্যক্রমে মার্কিনীদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে
2024-02-29 18:46:19

ফেব্রুয়ারি ২৯: সম্প্রতি চীনের শানসি প্রদেশ, হুনান প্রদেশ এবং থিয়ানচিন নতুন সামুদ্রিক এলাকাসহ বিভিন্ন স্থান যুক্তরাষ্ট্রে তাদের স্থানীয় সাংস্কৃতিক, পর্যটন ও পুঁজি বিনিয়োগের সুযোগ প্রচার করেছে। এ কার্যক্রম সংশ্লিষ্ট মার্কিন মহলের ইতিবাচক সাড়া পেয়েছে।

শানসি প্রদেশের সংস্কৃতি ও পর্যটন বিভাগের উপ-মহাপরিচালক তু চিন ইন বলেন, শানসি প্রদেশে পর্যটকের পরিসংখ্যান থেকে দেখা যায়, যুক্তরাষ্ট্র সবসময় প্রথম তিন অবস্থানে রয়েছে। মার্কিন পর্যটক সমিতির মহাপরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এই সমিতির ১৪০টি পর্যটন সংক্রান্ত ব্র্যান্ডের মধ্যে চীনে পাঠানো হয়েছে ৬৮টি পর্যটন ব্র্যান্ড। তিনি বলেন, পর্যটন শিল্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো দু’দেশের মধ্যে যোগাযোগের সেতু স্থাপন করা। এটি বেসরকারি যোগাযোগ এগিয়ে নিতে সহায়ক। যুক্তরাষ্ট্র ও চীনের পর্যটন শিল্পের উন্নয়নের সম্ভাবনায় সন্তুষ্ট বলে জানান তিনি।

 

হুনান প্রদেশের চাংচিয়াচিয়ে শহরের মেয়র ওয়াং হুংপিন বলেন, ২০১৯ সালে চাংচিয়াচিয়েতে মার্কিন পর্যটকের সংখ্যা ছিল ২০ হাজার। ২০২৩ সালে চাংচিয়াচিয়েতে বিদেশি পর্যটকদের মধ্যে যুক্তরাষ্ট্র দশম স্থানে রয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)