চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস ইউরেশিয়ার উন্নয়নে নতুন চালিকাশক্তি যোগাবে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-02-29 18:47:17

ফেব্রুয়ারি ২৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাদাম মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, নতুন বছর চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস ইউরেশিয়ার উন্নয়নে নতুন চালিকাশক্তি যোগাবে।

সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের ট্রেনগুলো ৮৫ হাজার-বার যাতায়াত করেছে; যা কার্যকরভাবে সংশ্লিষ্ট দেশগুলোর উন্নয়ন এগিয়ে নিয়েছে। এই সম্পর্কে মুখপাত্র মাও বলেন, যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রতিষ্ঠাকাজের প্রতীকী প্রকল্প হিসেবে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস বিগত দশ বছরে ইউরেশিয়ার পরিবহন খাতে নতুন চ্যানেল এবং আর্থ-বাণিজ্যিক সহযোগিতার নতুন সেতু তৈরি করেছে।

তিনি আরো বলেন, দশ বছরে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের সাহায্যে মধ্য এশিয়া এবং ইউরোপের সঙ্গে চীনের সহযোগিতা আরও ঘনিষ্ঠ ও সমৃদ্ধ হয়েছে। অনেক ইউরোপীয় পণ্য চীনা জনগণের জীবনে চলে এসেছে। অন্যদিকে ‘মেড ইন চায়না’ পণ্যগুলো ইউরোপে জনপ্রিয় হয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)