প্রসারিত হচ্ছে শাংহাইয়ের শিল্পকলার বাজার
2024-02-29 19:12:14

ফেব্রুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাই মহানগরীতে শিল্পকলার বাজার ক্রমশ প্রসারিত হচ্ছে। দেশ বিদেশের সংস্কৃতিদলের পরিবেশনা এই মহানগরীর আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। শিল্পকলার এই বিকাশের ফলে শাংহাইতে সাংস্কৃতিক পর্যটনও বাড়ছে। সম্প্রতি এখানে আন্তর্জাতিক সাংস্কৃতিক দলের গীতিনাট্য পরিবেশনার ফলে আরও জমজমাট হয়ে উঠেছে শাংহাইয়ের সংস্কৃতি-অঙ্গন।

শাংহাই মহানগরীর মঞ্চে চলছে ব্রডওয়ের বিখ্যাত গীতিনাট্য ‘নাতাশা, পিয়ের অ্যান্ড দ্য গ্রেট কমেট অফ এইটিনথ টুয়েলভ’। চীনের শাংহাই মহানগরীর বাসিন্দারা আন্তর্জাতিক সংস্কৃতি বিষয়ে বেশ আগ্রহী। দেশবিদেশের অনেক বিখ্যাত সাংস্কৃতিক দল এখানে প্রায়ই আসেন।

একজন দর্শক বলেন, ‘আমি খুব প্রেরণা পেয়েছি। প্রতিটি সংলাপ ও সংগীতের মুড থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। সংগীতের ধ্বনির সঙ্গে আমার আবেগ পরিবর্তন হয়েছে, কখনও আনন্দ কখনও দুঃখ বোধ করেছি। আমি সংগীতের মধ্যে সম্পূর্ণ ডুবে গিয়েছি। সত্যিই অসাধারণ পরিবেশনা।’

বিখ্যাত রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের বিশ্বখ্যাত উপন্যাস ‘ওয়ার অ্যান্ড পিস’ থেকে নির্বাচিত অংশ নিয়ে গীতিনাট্য ‘নাতাশা, পিয়ের অ্যান্ড দ্য গ্রেট কমেট অফ এইটিনথ টুয়েলভ’ গড়ে উঠেছে। এই মিউজিকাল বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। শাংহাইতেও দর্শক মাতিয়েছে।

মিউজিকাল স্টার কনসার্ট ‘দ্য রিইউনিয়ন’ নামে বিশ্ব সংগীত অভিনয়শিল্পীদের জড়ো করেছে। ক্ল্যাসিক মিউজিকাল ‘দ্য ফ্যানটম অফ দ্য অপেরা’ এবং ‘ল্য মিজারেবলস’ এর সংগীতগুলো পরিবেশন করছে। এটা তাদের প্রথম চীন সফর। শুধু বেইজিং ও শাংহাইতে তার পরিবেশনা করছে।

একজন দর্শক বলেন, ‘সত্যি বলতে কি,  আমি মাত্র ইউরোপ থেকে ফিরেছি। আমি এই ভ্রাম্যমান পরিবেশনা মিলানে দেখেছি, পরে অন্য তিনটি শো মোনাকোতে দেখেছি। ‘দ্য ফ্যানটম অব দ্য অপেরা’ গীতিনাট্যের চারটি পরিবেশনা দেখেছি। হংকং ছুঁয়ে আমি শাংহাই এসেছি এবং শেষ শোটা দেখতে পেরেছি।’

শাংহাই গ্র্যান্ড থিয়েটারের জেনারেল ম্যানেজার চাং সিয়াওডিং বলেন, ‘আমরা ব্রডওয়ের প্রধান সৃজনশীল লাইনআপগুলোকে শাংহাইয়ের বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়েছি। আমাদের পোশাক পরিকল্পনা এবং অন্যান্য কাজ অনেকক্ষেত্রে নান্দনিক দিক থেকে মূল সৃষ্টিকেও ছাড়িয়ে গেছে।’

দর্শকের মধ্যে শাংহাইয়ের বাসিন্দা যেমন আছেন তেমনি বাইরের অনেক শহর থেকেও দর্শক এসেছেন।

এ ধরনের আয়োজনের ফলে শাংহাইয়ে সাংস্কৃতিক পর্যটনশিল্পও   চাঙা হচ্ছে।

শান্তা /রহমান