চীনে গভীর সমুদ্রের গ্যাসক্ষেত্রে দ্বিতীয় ধাপের কাজ দ্রুত এগোচ্ছে
2024-02-29 19:16:31

ফেব্রুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীন সাগরে চীনের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি গভীর গ্যাসক্ষেত্র শেনহাই ইহাও-এর দ্বিতীয় ধাপের নির্মাণকাজ দ্রুত এগোচ্ছে। কূপের ভেতরে উচ্চচাপের কারণে উৎপাদন ক্ষমতাও প্রত্যাশা ছাড়িয়ে যাচ্ছে বলে জানা গেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে।

ইতোমধ্যে গ্যাসক্ষেত্রটির সমন্বিত প্রক্রিয়াকরণ প্লাটফর্ম তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং পানির নিচে গ্যাস কূপ নির্মাণের কাজও চলছে। ইতোমধ্যে উচ্চচাপ কূপের খননকাজ সম্পন্ন হয়েছে।

গভীর সাগর নম্বর ১ নামের গ্যাসক্ষেত্রটিতে ৫০ বিলিয়ন ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাসের মজুত আবিষ্কৃত হয়েছে। প্রকল্পটিতে মোট ১২টি কূপে খনন চলছে।

এই ক্ষেত্রের দ্বিতীয় পর্যায়ের খননকাজের পরিচালক ওয়াং হং জানালেন, সম্প্রতি যে কূপে ড্রিল করা হয়েছে তার গভীরতা চার হাজার ৭০০ মিটারের বেশি। তিনি আরও জানান, দ্বিতীয় ধাপ চালুর পর, ওই  গ্যাসক্ষেত্রের সামগ্রিক সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ পর্যন্ত বাড়বে।

দক্ষিণ চীনের হাইনান দ্বীপ প্রদেশের সানিয়া শহর থেকে দেড়শ কিলোমিটার দূরের শেনহাই ইহাও গ্যাসক্ষেত্রটি সমুদ্রের সর্বোচ্চ দেড় কিলোমিটার গভীরে কাজ করতে পারে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।